Ittipsrangpur

2014-15 শিক্ষাবর্ষে অর্নাস প্রথম বর্ষের ২য় রিলিজ স্লিপের আবেদন....


2nd Release selip এর জন্য আবেদন করা করতে
নোটিশ দিয়েছে।
অাবেদন শুরু ৩১/৩/১৫ ইং শেষ সীমা ৭/৪/১৫ ইং
(১) যারা যারা অাবেদন করতে পারবে:...
যারা মেধা তালিকায় স্থান পায় নি। যারা মেধা তালিকায় স্থান পেয়ে ও ভর্তি হয়নি।
যারা ইতোপূর্বে ভর্তি বাতিল করেছিল। যারা ১ম রিলিসের জন্য অাবেদন করে নি।
যারা ১ম রিলিজে স্থান পেয়ে ও ভর্তি হয়নি।
(২)আবেদন করতে হবে অন লাইনে।
(৩)অনলাইনের অাবেদনের লিংকে→ এখানে ক্লিক করে আবেদন করে নিন...

Degree Name= Honours
(৪) যে পক্রিয়া এর জন্য আবেদন করবেন....
Log in→College Opinion→ →Choice College Name

ঐ কলেজের কোর্স ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার Eligible কোর্সের
তালিকা দেখতে হবে।ঐ Eligible তালিকা থেকে নতুন করে পছন্দক্রম বিষয়ের নাম
এন্টি দিবে। এভাবেই ৫ কলেজেই পচন্দক্রম দিতে হবে।
কলেজ ভিত্তিক কোর্স টি Choice দেওয়ার সময়ে পাশে উল্ল্যেখ্য শূন্য আসনের সংখ্যা
তুলনা করে ক্লিক করবে।
2014-15 শিক্ষাবর্ষে অর্নাস প্রথম বর্ষের ২য় রিলিজ স্লিপের আবেদন.... 2014-15 শিক্ষাবর্ষে অর্নাস প্রথম বর্ষের  ২য় রিলিজ স্লিপের আবেদন.... Reviewed by Unknown on 11:03:00 PM Rating: 5

No comments: