Ittipsrangpur

জনপ্রিয় “মোস্তফা” গেইমটি এখন এন্ড্রোয়েড মোবাইলে খেলুন

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন । আমার আজকের  বিষয় জনপ্রিয় " মোস্তফা " গেম । মোস্তফা গেইমের নাম শুনেননি এরকম খুব কম লোক আছেন । মনে আছে, ছোট বেলায়  ভিডিও গেমসের দোকানে ভীড় করার কথা ? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে হয় অন্যের খেলা দেখা  না হয় নিজে খেলা ! অশব্য আমার নিজের খেলা হয়নি । আমার যতগুলি গেম ভাল লাগত  তার মধ্যে সব থেকে বেশি ভাল লাগত Cadillacs and Dinosaurs(মোস্তফা) গেমসটি । এই গেইমটি আপনারা কম্পিটারে খেলেছেন কিন্তু এখন গেইমটি এন্ড্রোয়েড মোবাইলে খেলতে পারবেন । আমার দেখা মোবাইলে খেলা সকল গেইম এর চেয়ে এই "মোস্তফা" টি ফাস্ট মোবাইল স্লো করে না । যে কোন র‍্যাম এ খেলা যায় । আর এই গেইমটির বিস্তারিত বা কাহিনি বলার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না । আপনারা সকলেই এই গেইমের কাহিনি জানেন । তাই দেরি না করে এই গেইমটি ডাউনলোড করে খেলা শুরু করুন ।
ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করেন
Visit Our Blogen Network
 
জনপ্রিয় “মোস্তফা” গেইমটি এখন এন্ড্রোয়েড মোবাইলে খেলুন জনপ্রিয় “মোস্তফা” গেইমটি এখন এন্ড্রোয়েড মোবাইলে খেলুন Reviewed by Unknown on 10:02:00 AM Rating: 5

No comments: