Ittipsrangpur

২১ এপ্রিল চালু হচ্ছে 'ফ্রি ইন্টারনেট'...


বিনা খরচের বা ফ্রি ইন্টারনেট দেশে চালু হচ্ছে ২১ এপ্রিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারনেট ডট ওঅারজি প্রকল্পের এ ইন্টারনেটভিত্তিক সেবা ব্যবহার করা যাবে সরাসরি এবং অ্যাপ, দু'মাধ্যমেই। এই ইন্টারনেট ব্যবহার করতে কোনও টাকা খরচ হবে না।
রাজধানীর অাগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি) বিভাগে ওইদিন সকাল সাড়ে ১০টায় ইন্টারনেট ডট ওঅারজি প্রকল্পের উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস। চালুর পর থেকেই প্রযুক্তিপ্রেমীরা ইন্টারনেট ডট ওঅারজির মাধ্যমে বিনা খরচে (জিরো ইন্টারনেট) ফেসবুকসহ সংশ্লিষ্ট (নির্দিষ্ট) সেবাগুলো ব্যবহার করতে পারবেন।
‌‌দে‌‌‌শের মোবাইল অপারেটরগুলোও ইন্টারনেট ডট ওঅারজির মাধ্যমে সেবা দিতে পারে বলে জানা গেছে। এর মধ্যে এগিয়ে রয়েছে রবি। গ্রামীণফোন জিরো উইকিপিডিয়ার ঘোষণা দিয়েছে ইতোমধ্যে। যদিও চার মোবাইলফোন অপারেটর এরই মধ্যে 'জিরো ফেসবুক' (http://0.facebook.com) সেবা চালু করেছে।
প্রসঙ্গত, কেউ যদি ইন্টারনেট ডট ওঅারজিতে লগ-ইন করে 'চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থার' সেবাভোগ করতে চায়, তাহলে তার কোনও ইন্টারনেট চার্জ লাগবে না। ইন্টারনেট ডট ওঅারজিতে সরাসরি না ঢুকে কেউ যদি অ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে চায়, তাহলেও এই সেবা বিনা খরচে ব্যবহার করা যাবে।
২১ এপ্রিল চালু হচ্ছে 'ফ্রি ইন্টারনেট'... ২১ এপ্রিল চালু হচ্ছে 'ফ্রি ইন্টারনেট'... Reviewed by Unknown on 1:22:00 PM Rating: 5

No comments: