Ittipsrangpur

হাজার হাজার আডিও গানের শেষে লাগান আপনার সর্ট মিউজিক বিজ্ঞাপন

আজ আমি যে সফটওয়্যার দেবো সেটা নিয়ে আমার বিশ্বাস কেউ কোন দিন আলোচনা করেনি । আর অনেকে আছে যারা এটা এতদিন খুজছিলো ... আজ আমি যে সফটওয়্যার দেবো সেটা একটা আডিও কনভার্টার । আমি শুধু এর একটা কাজ নিয়ে বললো । আপনারা হয়তো অনেক এমন ডাউনলোড সাইট দেখেছেন যেখান থেকে ডাউনলোড করলে গানের শেষে তাদের সাইট এর নাম বলে । এই কাজটি করা কিন্তু খুব সহজ আপনি বিভিন্ন সফটওয়্যার দিয়ে অতি সহজে এই কাজটি করতে পারবেন কিন্তু যখুন আসে হাজার হাজার গানের কথা তখুনি হয় মাথা খারাপ । কিন্তু সমস্যা নেই আমি আছি । আমি যে সফটওয়্যার দিচ্ছি সেটা দিয়ে আপনি খুব সহজে এক ক্লিকে আপনার কম্পিউটারে থাকা সকল গানে তা করতে পারবেম । তাই বার বার আর গানের           কভার ফটো লাগানোর দরকার নেই ... 
*** ভিতরে দুটো সফটওয়্যার দেওয়া আছে দুটোই ইন্সটল দিয়ে নিন । এটা রেজিস্টার ভার্সন..
>> প্রথমে সফটওয়্যার ওপেন করুন এবং গানের ফোল্ডার সিলেক্ট করে দিয়ে "Convert" লেখায় ক্লিক
করুন (নিচে চিত্র)
>>  নিচের "Add" লেখায় ক্লিক করুন এবং এখান থেকে insert audeo তে ক্লিক করুন (নিচে চিত্র)

>> আপনার অডিও ফাইলটি সিলেক্ট করে দিন এবং গানের আগে না পরে দিতে চান সেটা নির্বাচন করুন । (নিচে চিত্র)

এবং কনভার্ট করুন ... সমস্যা হলে কমেন্ট করুন
ফাইল ডিলিট হওয়ার আগেই ডাউনলোড করে নিন
Visit Our Blogen Network
হাজার হাজার আডিও গানের শেষে লাগান আপনার সর্ট মিউজিক বিজ্ঞাপন হাজার হাজার আডিও গানের শেষে লাগান আপনার সর্ট মিউজিক বিজ্ঞাপন Reviewed by Unknown on 11:51:00 AM Rating: 5

No comments: