যে ২২টি বেসরকারি কলেজ
সরকারিকরণের জন্য প্রস্তাব করা হয়েছে,
ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ, কাঁঠালিয়া
উপজেলার তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজ, নেত্রকোনার
বারহাট্টা উপজেলার বারহাট্টা কলেজ, খুলনার বটিয়াঘাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়,
বাগেরহাটের শরণখোলা উপজেলার শরণখোলা ডিগ্রি কলেজ,মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান
ডিগ্রি কলেজ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোপালপুর কলেজ,
কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী ডিগ্রি কলেজ, মাগুরার
মহম্মদপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাআছাদুজ্জামান কলেজ,
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার
পাবর্তীপুর ডিগ্রি কলেজ, পটুয়াখালীর মির্জাগঞ্জ
উপজেলার সুবিদখালী ডিগ্রি কলেজ, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার
জামালগঞ্জ ডিগ্রি কলেজ, কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর
বঙ্গবন্ধু কলেজ, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বঙ্গবন্ধু কলেজ,
চট্টগ্রামের বাঁশখালী সদরের আলাওল ডিগ্রি কলেজ, ঝিনাইদহের কালীগঞ্জ
উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজ,
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ,
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, নওগাঁয়ের
ধামইরহাট উপজেলার ধামইরহাট এম ম ডিগ্রি কলেজ, মৌলভীবাজারের
বড়লেখা উপজেলার বড়লেখা ডিগ্রি কলেজ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ
উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ ও
বাগেরহাটের কচুয়া উপজেলার কচুয়া ডিগ্রি কলেজ।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বিভিন্ন জেলায় অবস্থিত ২২টি
বেসরকারি কলেজ সরকারি করার জন্য তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কথা
বলা হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া নির্দেশনায় ২১টি
কলেজের কথা উল্লেখ করা হয়। ১০ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে
দেয়া চিঠিতে বলা হয়, বিভিন্ন জেলায় অবস্থিত ২১টি মহাবিদ্যালয়
সরকারিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত এমপি/উপ-মন্ত্রী/
প্রতিমন্ত্রী/মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর কাছে উপানুষ্ঠানিক পত্র দাখিল
করেছেন। প্রস্তাবিত মহাবিদ্যালয়গুলোর বিষয়ে
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনগুলো কলেজ যুক্তিযুক্ত সেগুলো তথ্য
সংগ্রহ ও যাচাই-বাছাই করে দেখার দরকার। এমন দুর্গম এলাকা যেখানে
সরকারি কলেজ নেই তা বিবেচনা করা এবং অর্থ বিভাগের মতামত গ্রহণের
কথা বলা হয়। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ২১টি
কলেজের স্থলে ২২টি কলেজের কথা উল্লেখ করা হয়।
১৪ তথ্য : প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবিত বেসরকারি
কলেজগুলো সরকারিকরণের লক্ষ্যে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাইসহ বেশ কিছু
নির্দেশনা দেয়। এরই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে
প্রস্তাবিক কলেজগুলোর ১৪টি তথ্য জানতে চাওয়া হয়েছে। এসব তথ্যের
মধ্যে রয়েছেÑ পাঠদানের অনুমতির তারিখ, একাডেমিক স্বীকৃতির তারিখ,
প্রতিষ্ঠান এমপিওভুক্তির তারিখ, চলমান কোর্সসমূহের নাম মাধ্যমিক/
উচ্চ মাধ্যমিক/ডিগ্রি/অনার্স/মাস্টার্স, মোট শিক্ষার্থীর সংখ্যা,
মোট শিক্ষকের সংখ্যা, মোট সহায়ক জনবল সংখ্যা, প্রতিষ্ঠানের জমির
পরিমাণ, বিদ্যমান অবকাঠামোর আয়তন, খেলার মাঠের জমির পরিমাণ, ব্যাংক
স্থিতি, নিকটবর্তী সরকারি, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়/উচ্চ
মাধ্যমিক বিদ্যালয়/মহাবিদ্যালয়ের নাম ও দূরত্ব, বার্ষিক এমপিওভুক্তির
আর্থিক সংশ্লেষ, জাতীয়করণ করা হলে সম্ভাব্য বার্ষিক আর্থিক সংশ্লেষ ও
গত পাঁচ বছরে পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হার।
**সরকারি হচ্ছে ২২ টি কলেজ**
Reviewed by Unknown
on
11:37:00 AM
Rating:
Reviewed by Unknown
on
11:37:00 AM
Rating:

No comments: