Ittipsrangpur

বাংলাদেশের মোট মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা, জানুয়ারী ২০১৫ শেষে কত তা এক নজরে দেখে নিন


বাংলাদেশে দিন দিন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে।  সেই সাথে বাড়ছে সিম কেনার হার। কারো কারো তো আবার ১০-১৫ টা করে সিম। যাই হোক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক আর সিটিসেল এর ব্যবহারকারী সংখ্যা নিম্নে দেওয়া হলঃ

১) গ্রামীণফোনঃ ৫ কোটি ১৫ লাখ ৪৯ হাজার। 
গ্রামীণফোন বাংলাদেশের নাম্বার ওয়ান ওপারেটর। যদিও এদের ব্যবহারকারীরা কতটুকু সন্তুষ্ট তাদের সার্ভিসে সেটা একটা বড় প্রশ্ন। অনলাইনে সবচেয়ে বেশি গ্রামীণফনের বিরুদ্ধে ব্যবহারকারীদের মন্তব্য লক্ষ্য করা যায় । গ্রমিণ ফোনের ওয়েভ সাইট http://www.grameenphone.com

২) বাংলালিংকঃ
৩ কোটি ১১ লাখ ৪৫ হাজার ।
বাংলালিংক ২য় নাম্বারে আছে। এদের ব্যবহারকারী দিন দিন বেড়েই চলছে। খুব শীঘ্রই হয়তো আরও উন্নয়ন হবে। http://www.banglalink.com.bd
৩) রবিঃ ২ কোটি ৬২ লাখ ৮৩ হাজার । 
রবি বাংলাদেশের নাম্বার থ্রিতে আছে। রবি বিশাল প্রচারে নেমেছে তাদের সিমের জন্য। এটার ব্যবহারকারীর সংখ্যা একটু বেশিই বেড়ে চলছে।  http://www.robi.com.bd
৪) এয়ারটেলঃ ৭৭ লাখ ১৬ হাজার ।
এয়ারটেলের ব্যবহারকারী তুলনামূলক একটু ধীরগতিতেই বাড়ছে। বর্তমানে বাংলাদেশের ৪র্থ নাম্বারে আছে। http://www.bd.airtel.com

৫) টেলিটকঃ ৩৮ লাখ ৯০ হাজার ।
টেলিটক আমাদের দেশি সিম। যদিও এর ব্যবহারকারী খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও আমরা আশাবাদী টেলিটক আরও উন্নতি করবে।
টেলিটক সম্পর্কে  গ্রাহকদের সবচেয়ে বেশি অভিযোগ তাদের নেটওয়ার্ক সমস্যা। নিশ্চয়ই তারা এ সমস্যা কাটিয়ে উঠবে। http://www.teletalk.com.bd
৬) সিটিসেলঃ ১২ লাখ ৭৬ হাজার ।
একসময় সিটিসেল বেশ চলত! তবে এখন এদের ব্যবহারকারী কমেই চলছে।
http://www.citycell.com

মোট মোবাইল ফোন ব্যবহারকারী ১২ কোটি ১৮ লাখ ৬০ হাজার।

বার দেখা যাক কোন অপারেটরে বেশি সংখ্যাক ব্যবহারকারী বেড়েছে ২০১৫ সালের জানুয়ারী মাসেঃ 
১) রবিঃ নাম্বার ওয়ানে আছে রবি। জানুয়ারী মাসে তাদের ব্যবহারকারী বেড়েছে ৯ লাখ ৯৪ হাজার। 
২) বাংলালিংকঃ ২ লাখ ৪৫ হাজার ।
৩) এয়ারটেলঃ ২ লাখ ১১ হাজার । 
৪) গ্রামীণফোনঃ ৪৪ হাজার ।
৫) টেলিটকঃ ৩০ হাজার । 
৬) সিটিসেলঃ সিটিসেল ১৭ হাজার গ্রাহক হারিয়েছে
বাংলাদেশের মোট মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা, জানুয়ারী ২০১৫ শেষে কত তা এক নজরে দেখে নিন বাংলাদেশের মোট মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা, জানুয়ারী ২০১৫ শেষে কত তা এক নজরে দেখে নিন Reviewed by Unknown on 12:42:00 AM Rating: 5

No comments: