Ittipsrangpur

এখনি ডাউনলোড করে নিন সম্পূর্ণ নিরাপদ ও অফলাইন Personal Password Manager

আজ কাল আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় অনলাইন এ Account ব্যবহার করতে হয়। কিন্তু এতো password সব সময় মনে করা সম্ভব না আবার নিরাপদে সংরক্ষন করা ও খুব একটা সহজ না। তাই আমি নিজের প্রয়োজনে সফটওয়্যার টি develop করেছি। পরে ভাবলাম আমার মত আপনারা হয়ত একই সমস্যায় ভুগছেন। তাই তো সফটওয়্যার টি আপনাদের সাথে শেয়ার করলাম।
সুবিধা সমুহঃ
১। এটি সম্পূর্ণ ফ্রী।
২। এটি সম্পূর্ণ অফলাইন এবং এর ডাটাবেস microsoft office access তাই password হ্যাক হওয়ার ভয় নেই।
৩। Master Password সুবিধা আছে।
৪। একটি কম্পিউটার এ একাধিক User একটি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। একজন এর information আরেকজন দেখতে পারবেন না।
৫। সম্পূর্ণ ডাটাবেস ব্যাকআপ করে আপনার কম্পিউটার এ রাখতে পারবেন এবং পরবর্তী তে restore করতে পারবেন।
৬। Unlimited Information Add/Edit/Delete করতে পারবেন সেই সাথে PDF এ Generate করতে পারবেন।

Photo Gallery:







আশা করি সফটওয়্যার টি আপনাদের কাজে লাগবে। কোন সমস্যা হলে comment করুন। নিচের লিঙ্ক এ ক্লিক করে সফটওয়্যার টি ফ্রী তে ডাউনলোড করে নিন।
Click Here To Download Personal Password Manager
বি দ্রঃ সফটওয়্যার টি windows xp/7/8/8.1 এ সফল ভাবে চলবে তবে আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার computer এ microsoft dot net framework version 3.5 install করা আছে। install করার পর launch না হলে desktop এ create হওয়া icon double click করে run করান।

আপনার প্রতিষ্ঠান এর জন্য website অথবা customize software বানাতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা স্বল্প খরচে এসব সেবা প্রদান করে থাকি।
আমার লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুলভ দৃষ্টি তে দেখবেন।
Visit Our Blogen Network
এখনি ডাউনলোড করে নিন সম্পূর্ণ নিরাপদ ও অফলাইন Personal Password Manager এখনি ডাউনলোড করে নিন সম্পূর্ণ নিরাপদ ও অফলাইন Personal Password Manager Reviewed by Unknown on 10:16:00 AM Rating: 5

No comments: