Ittipsrangpur

Whatsapp calling Feature অ্যাক্টিভ করার নিয়ম ১০০% কাজ করে

Whatsapp গত বছর বলেছিল যে তারা ২০১৫ এর ভীতর Voice call service চালো করবে । আর ইতিমধ্যে তারা তাদের কাজ শুরুও করে দিয়েছে কিন্তু তার ভিতর ও কথা আছে তারা এখনও Voice calling Feature officially launch করে নাই। তারা এটা পরীক্ষামূলক ভাবে ছেরেছে। তাই এতা অ্যাক্টিভ করতে অনেকে অনেক রকম সমস্যায় পরতেসে । কিছু লোক পারলেও সবাই এতা করতে জেয়ে মাথায় চুলে জত পাকিয়ে ফেলে। তাই এই সমস্যার সমাধান নিয়ে আমার এই টিউন।
চলুন শুরু করা যাক....


প্রথমে এই অ্যাপ টি ডাউনলোড করেনিন, অনেকে বলতে পারেন আমার কাসে ত নটুন ভার্সন আছেই , যদি থেকেও থাকে তবুও আমি বলব সেটা ডিলিট করে দিন , কারন এই টা এখন শুধু এই ভার্সন টাতেই কাজ করে ।
ডাউনলোড লিঙ্ক

এটা ডাউনলোড হলে আগের টা অ্যাপ্লিকেশান ম্যানেজার এ যেয়ে cache clean করেনিন । এটা করতেই হবে বাদ দিলে হবে না । তারপর ডাউনলোড করা Whatsapp-টি ইন্সটল করেন আর দেখেন ম্যাজিক , অবশেষে আপনার Whatsapp calling Feature অ্যাক্টিভ হল।

Visit Our Blogen Network

Whatsapp calling Feature অ্যাক্টিভ করার নিয়ম ১০০% কাজ করে Whatsapp calling Feature অ্যাক্টিভ করার নিয়ম ১০০% কাজ করে Reviewed by Unknown on 8:40:00 PM Rating: 5

No comments: