Ittipsrangpur

দীর্ঘদিন নিজের মোবাইল ফোন ভালো রাখতে চাইলে প্রয়োজন কিছু বিশেষ যত্ন সম্পর্কে জানুন

মোবাইল ফোন ছাড়া একটি দিন কল্পনা করুন তো! সবকিছু অনেক অনিশ্চিত আর বিবর্ন মনে হয় তাইনা? সবচাইতে বড় কথা হলো মোবাইল ফোন ছাড়া একটি দিনও কল্পনা করতে পারি না আমরা। আর তাই শখের মোবাইল ফোনটির কিছু হলে আমরা রীতিমতো অস্থির হয়ে যাই। মোট কথা মোবাইল জিনিসটি এখন আমাদের সবচাইতে প্রয়োজনীয় ও প্রিয় একটি বস্তু হয়ে গিয়েছে। মোবাইল ফোন ভালো রাখতে চাইলে প্রয়োজন কিছু বিশেষ যতেœর। এতে একটি মোবাইল নির্বিঘ্নে ব্যবহার করা যায় বহুদিন। সেই সঙ্গে পুরোনো হয়ে গেলেও বিক্রি করা যায় ভালো দামে। জেনে নিন মোবাইলের কিছু যত্ন সম্পর্কে।

  1. ভেজা হাতে কখনই মোবাইল ফোন ধরবেন না। এতে মোবাইলে অসাবধানতাবশত পানি ঢুকে যেতে পারে।
  2. গেম খেলার উত্তেজনায় হোক অথবা রাগ করেই হোক কখনোই টাচে খুব বেশি জোরে চাপ দিয়ে ব্যবহার করবেন না। এতে টাচ স্ক্রিনের ক্ষতি হয়।
  3. স্ক্রিন প্রোটেক্টর ছাড়া মোবাইল ব্যবহার করবেন না। তাহলে মোবাইলের ডিসপ্লে স্ক্রিন ভালো থাকবে।
  4. অনেক সময় ঘামে কিংবা ময়লা লেগে মোবাইলের স্ক্রিন আঠা আঠা ময়লা হয়ে যায়। এক্ষেত্রে তুলায় রাবিং অ্যালকোহল অথবা বডি স্প্রে লাগিয়ে মুছে ফেলুন। স্ক্রিন পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে।
  5. আপনার সেটে চার্জ যখন ২৫% অবশিষ্ট থাকবে, তখনই মোবাইল চার্জে দিয়ে দিন। আবার ফুল চার্জ হয়ে যাওয়ার পরে অহেতুক চার্জে লাগিয়ে রাখবেন না। এতে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এছাড়াও যখন চার্জ দিবেন তখন আংশিক না দিয়ে ফুল চার্জ করে নিন।
  6. মোবাইল হাত ফসকে হুট করে পড়ে যেতে পারে মেঝেতে। এতে মোবাইলটি পুরোপুরি নষ্ট হয়ে যাক আর না যাক ক্ষতি হবে নিশ্চিত ভাবেই। তাই
  7. মোবাইলে এমন কভার লাগিয়ে রাখুন যেন হাত ফসকে পড়ে গেলেও কোনো ক্ষতি না হয় কিংবা আঘাত না পায়।
  8. মোবাইল কখনই গরম স্থানে রাখবেন না। অতিরিক্ত রোদে, চুলার পাশে, ল্যাপটপের নিচে ইত্যাদি স্থানে মোবাইল রাখলে তাপে আপনার সেটের ক্ষতি হবে।
দীর্ঘদিন নিজের মোবাইল ফোন ভালো রাখতে চাইলে প্রয়োজন কিছু বিশেষ যত্ন সম্পর্কে জানুন দীর্ঘদিন নিজের মোবাইল ফোন ভালো রাখতে চাইলে প্রয়োজন কিছু বিশেষ যত্ন সম্পর্কে জানুন Reviewed by Unknown on 10:48:00 PM Rating: 5

No comments: