আমাদের প্রিয় গ্রামীনফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটির ও বেশি। এই জিপি আক নাগারে ৫ কোটি মানুষকে একসাথে বাঁশ দিচ্ছে। আমাদের ও উচিত কিছুটা দেওয়া। তাই আজকে দেখাবো কিভাবে জিপি হ্যাক করে ২৫ পয়সা রেট আ কথা বলবেন।
প্রথমেই আপনার প্রয়োজন হবে GP App.
আমরা জানি জিপির সুপার FNF কল রেট ২৫পয়সা/মিনিট। আমরা এই সুবিধাটাকে কাজে লাগাব।
১. মেসেজ অপশনে গিয়ে লিখুন B পাঠিয়ে দিন 4444 নম্বরে ।
২. প্যাকেজ Active হলে আপনি 15 টা নম্বরে FNF করতে পারবেন, যার মধ্যে 1 টা Supar FnF করা যাবে ।
৩.এর পর মেসেজ অপশনে গিয়ে লিখুন SF <> Number পাঠিয়ে দিন 2888 নম্বরে ।
৪. এবার GP App open করেন। নিচের মত পেজ পাবেন।--
এবার FnF এ ক্লিক করুন এখান থেকে আপনি FnF change করতে পারবেন।
কোন নম্বরে বেশি কথা বলতে চাইলে ঐ Application দিয়ে ফ্রী SP fnf যুক্ত করে কথা বলুন । কথা শেষে ঐটা চেন্জ করে অন্য নম্বর SP fnf যুক্ত করে কথা বলতে পারবেন ।
ব্যস, এভাবে 35 পয়সায় যেকোন GP নম্বরে কথা বলুন 24 ঘন্টা । old fnf এর ঘরে number এর আগে SFC লিখতে হবে। যেমনঃ SFC 01717113377
ব্যস, এভাবে 35 পয়সায় যেকোন GP নম্বরে কথা বলুন 24 ঘন্টা । old fnf এর ঘরে number এর আগে SFC লিখতে হবে। যেমনঃ SFC 01717113377
App চালানোর সময় Data connection on রাখতে হবে।
এবার GP- Hack করে কথা বলুন ২৫ পয়সা/মিনিট!! (সবার জন্য-২৪ঘন্টা)
Reviewed by Unknown
on
10:57:00 AM
Rating:
No comments: