Ittipsrangpur

স্বপ্নের বিসিএস পরীক্ষাঃ ৩৬ তম বিসিএস আবেদনের শেষ তারিখ পরিবর্তন করা হোক

রতিটি মানুষের একটা স্বপ্ন থাকে ৷ স্বপ্ন দেখা ছাড়া মানুষ সামনে এগিয়ে যেতে পারে না ৷ স্বপ্নকে লালন করে পরম মাধুর্যে  সাজিয়ে স্বপ্নকে এক স্বপ্নপূরনের জায়গায় নিয়ে যেতে হয় ৷ স্বপ্ন বাস্তবায়নে নিজেকে এক ধৈর্যশীল ,আত্নবিশ্বাস ,নিষ্ঠার সাথে কাজ করতে হয় ৷ আর প্রতিটি কাজ মনের মাধুরি দিয়ে ভালবাসার সবটুকু আদর দিয়ে চিত্র অংকন করতে হয় ৷ তাহলে অনায়াসে বাসত্মবায়িত হয় বহুদিনের স্বপের খনি ৷
কেউ স্বপ্ন দেখে দেশের বড় রাজনীতিবিদ ,কেউবা দেখে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা কেউ ডাক্তার ,কেউ ইঞ্জিনিয়ার হবে৷ সবচেয়ে বেশী ছাত্র ছাত্রীরা চায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হতে ৷ অনেক ছাত্র ছাত্রীদের ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে বি,সি,এস পরীক্ষায় উত্তির্ণ হতে ৷
আমার মনে হয় বিসিএস পরীক্ষা দেয়া প্রতিটি ছাত্র-ছাত্রীদের একটি স্বপের পরীক্ষার ন্যায় ৷ প্রিপারেশন থাক বা না থাক পরীক্ষা দিলেই হবে ৷ আমার এক পরিচিত বড় ভাইকে জিজ্ঞাসা করলাম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা কেমন হয়েছে , “তিনি মুখে এক ঝিলিক হাসি দিয়ে উত্তর দিলেন বিসিএস পরীক্ষা তো দিয়েছি “৷ মনে হলো বি,সি,এস পরীৰা দেওয়াটা উনার কাছে অনেক বড় একটা ব্যাপার৷ আমিও কম নয় ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি বি,সি,এস ক্যাডার ,সকালে উঠে দেখি এখনও অনার্স শেষ হয়নি ৷
আমার মতো অনেকে দিন রাত স্বপ্ন দেখেন বি,সি,এস পরীক্ষায় অংশ গ্রহন করতে ৷ পি,এস,সি এর অধীনে এই স্বপ্নময় বি,সি,এস৷ আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া-লেখা করি চার বছরের অনার্স পাঁচ বছরের সেশন জটের ট্রেনের ডাব্বায় চড়তে হয় ৷ র্ধৈযের পরীক্ষা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিতে জানে ৷
চাকরির যে বয়সে সীমাবদ্ধতা তা যেন এক মহা সত্য অকাট্য ধর্ম যা নড়াচড়া করলে সব অশুদ্ধ হয়ে যাবে ৷ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটের মজা না খেলে ছাত্রছাত্রীরা যেন শুদ্ধ হবে না ৷ আমার মাথায় খেলে না যখন ভাবি পিএসসি সরকারের আবার জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের চাকরির ক্ষেত্রে বয়সের এই সীমাবদ্ধতা কেন ? কেন এই বৈষম্য ?৷
এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট এত প্রকাশিত সত্য যে সবার জানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেক নাম সেশন জট ৷ অথচ মাত্র কয়েক দিন আগে( জাতীয় বিশ্ববিদ্যালয়)চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ করল ১১ জুলাই থেকে পরীক্ষা ২৭ আগষ্ট ২০১৫ তারিখে শেষ হবে ৷ অন্যদিকে বিসিএস পরীক্ষার আবেদনের শেষ তারিখ ২৩.জুলাই ২০১৫ তারিখ ৷ প্রায় একমাসের তারতম্যের কারনে চতুর্থ বর্ষের হতভাগা ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করতে পারবে না ৷ সামান্য সময়ের কারনে যাদের স্বপ্নের বিসিএস পরীক্ষা দেওয়া হবে না ৷
আমাদের সেশন জটের ধাক্কায় আহত হয়েও যদি চোখের সামনে বিসিএস পরীক্ষায় অংশগ্রহন করতে না পারি তাহলে হয়ত মনে করব এইটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কপালের দোষ ৷ তারা এইভাবে একের পর এক সাফার করতে হবে ৷
পিএসসি কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাই আমাদেরকে একটু সুযোগ দেন আমরাও যেন বিসিএস পরীক্ষায় অংশগ্রহন করতে পারি ৷ আমরা আমাদের স্বপ্নের বিসিএস পরীৰায় অংশ গ্রহন করে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারি ৷ আমাদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয় ৷ এই প্রত্যাশাই করি ৷
স্বপ্নের বিসিএস পরীক্ষাঃ ৩৬ তম বিসিএস আবেদনের শেষ তারিখ পরিবর্তন করা হোক স্বপ্নের বিসিএস পরীক্ষাঃ ৩৬ তম বিসিএস আবেদনের শেষ তারিখ পরিবর্তন করা হোক Reviewed by Unknown on 4:47:00 PM Rating: 5

No comments: