Ittipsrangpur

নিবন্ধন পরীক্ষা(প্রভাষক) কলেজ পর্যায় সমাধান

  ১২তম নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়। প্রশ্ন সমাধান: বাংলা এবং সাধারণ জ্ঞান।
বাকীগুলো আপডেট করা হবে...

12th NTRCA Exam 2015 College Level Question and Solution

 

নিবন্ধন পরীক্ষা ( প্রভাষক )বাংলা

১। গিন্নীঃ অর্ধ ততসম শব্দ ।
২। সর্বজনে হিত করঃ সর্বজনীন।
৩। একাদশে বৃহস্পতিঃ বাগধারা ।
৪। বাগযন্ত্রের অংশ নয়ঃ কান ।
৫। ক্রিয়া সএর্বনাম পূর্ন রূপে ব্যবহ্রত হয়ঃ সাধু রীতিতে ।
৬। বঙ্কিম চন্দ্র সম্পাদিত পত্রিকাঃ বঙ্গদর্শন ।
৭। আকাশ শব্দের অর্থঃ অন্তরীক্ষ ।
৮। ণত্ব বিধান ব্যবহ্রত হয়ঃ সংস্কৃত বানানে ।
৯। অনুরাগ এর বিপরীতঃ বিরাগ ।
১০। বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্ব অংশে আলোচনা করা হয়ঃ সন্ধি ।
১১। দাড়িতেঃ  এক সেকেন্ড সময় থামতে হয় ।
১২। নতুন শব্দ গঠন করেঃ সমাস ও সন্ধি ।

নিবন্ধন পরীক্ষা(প্রভাষক) কলেজ পর্যায় সমাধান নিবন্ধন পরীক্ষা(প্রভাষক) কলেজ পর্যায় সমাধান Reviewed by Unknown on 8:30:00 AM Rating: 5

No comments: