Ittipsrangpur

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ব্যপারে অপপ্রচারের প্রেক্ষিতে তারানা হালিমের নতুন কথা জেনে নিন


বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম নিবন্ধনের ব্যপারে ফেসবুকে কিছু অপপ্রচারের প্রেক্ষিতে আমি গত বৃহস্পতিবার আমার মন্ত্রণালয়ে এক জরুরী সভা ডাকি। উক্ত সভায় আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন, বিটিআরসির মহাপরিচালক মো. এমদাদ উল বারী, সিআইডি পুলিশ সুপার রেজাউল হায়দার, অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির ও আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা।
উক্ত সভায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম নিয়ে চলা বিভিন্ন অপপ্রচার নিয়ে আমি সকলের কাছে এর ব্যাখ্যা জানতে চাই এবং সকলে তাদের নিজেদের মতামত ও ব্যাখ্যা প্রদান করেন যা ইতোমধ্যে বাংলাদেশের সকল সংবাদপত্র ও টিভি মিডিয়ায় প্রকাশিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য নীচে তুলে ধরা হলোঃ-
১। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বলেন, যে যন্ত্রের সাহায্যে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন করা হচ্ছে তা শুধু অনলাইনে যাচাই করা হচ্ছে, ওই যন্ত্রে আঙুলের ছাপ সংরক্ষণ করার কোনো প্রযুক্তি নেই। ব্যাংক ও অন্যান্য সেবা খাতেও এইভাবে ছাপ যাচাই করা হচ্ছে।
২। বিটিআরসির মহাপরিচালক মো. এমদাদ উল বারী বলেন, যেই পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে সেখানে কোনোভাবেই তা সংরক্ষণ করার উপায় নেই।
৩। সিআইডি পুলিশ সুপার রেজাউল হায়দার বলেন, “যেভাবে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে তাতে কারও ব্যক্তিগত আঙুলের ছাপ নিয়ে অপরাধ কার্যক্রমে ব্যবহার করা সম্ভব নয়, এগুলো কেবল সিনেমাতেই সম্ভব।”
৪। অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন, “কোন অপারেটর কোন গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণ করছেন না এবং তাদের কাছে এই ধরনের কোন প্রযুক্তিও নাই। সিম নিবন্ধনে যে অপপ্রচার চালানো হচ্ছে তাতে অপারেটরদের নেপথ্য কোনো হাত নেই। বরং এ বিষয়ে অপারেটররা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে যাতে খুব দ্রুত এই কাজ শেষ হয়, তাদের সদিচ্ছা রয়েছে।”
সুতরাং উপরোক্ত কর্মকর্তাবৃন্দ যারা এই বায়োমেট্রিক পদ্ধতির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের ভাষ্যমতেই আপনারা বুঝতে পারছেন যে এই নিবন্ধন পদ্ধতিতে কোনপ্রকার অস্বচ্ছতা নাই এবং এখানে সন্ত্রাসী ছাড়া কারও ভয় পাবারও কোন দরকার নাই।
আমি আপনাদের আরও আশ্বস্ত করে বলতে চাই, "বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙুলের যে ছাপটি নেওয়া হয় সেটা একটি বাইনারি ডিজিটাল কোড। এটা কোনোভাবে অন্য কোথাও ব্যবহার করা যায় না। মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধন যন্ত্রে আঙুলের ছাপ সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই। সুতরাং আপনারা কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম/রিম নিবন্ধন করুন এবং সন্ত্রাসীদের খুঁজে বের করতে সহযোগিতা করুন। বিগত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ২ কোটি ৫৩ লাখ গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতেত সফলভাবে তাদের সিম/রিম নিবন্ধন করেছেন।"
পোষ্টি মাননীয় মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ফেসবুক থেকে নেয়া: www.facebook.com/TaranaHalimMP
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ব্যপারে অপপ্রচারের প্রেক্ষিতে তারানা হালিমের নতুন কথা জেনে নিন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ব্যপারে অপপ্রচারের প্রেক্ষিতে তারানা হালিমের নতুন কথা জেনে নিন Reviewed by Unknown on 3:32:00 PM Rating: 5

No comments: