আজকে আমি নিশ্চিত ভাবে বলছি আপনার গুগল এডসেন্স একাউন্টটি অতি শীঘ্রই
ব্যান হতে যাচ্ছে। হয়তবা আপনার কষ্টার্জিত এমাউন্টটিও গায়েব হয়ে যেতে পারে
একাউন্ট ব্যান হওয়ার কারণে। ভাবছেন কিভাবে এত নিশ্চিত হলাম?


নিশ্চিত হয়েই বলছি আপনার এডসেন্স একাউন্ট অবশ্যই ব্যান হবে যদিনা আপনিঃ
নিজের এ্যাডে নিজে ক্লিক করেন-আপনি অবশ্যই আপনার নিজের এ্যাডে নিজে ক্লিক করতে পারবেন না। যদি করেন ১০/২০ টি ক্লিকের টাকা আপনার একাউন্টে যোগও হবে কিন্তু, শেষ রক্ষা হবে না।
আইপি হাইড করে ক্লিক করেন-অনেকে ফন্দি আঁটেন আইপি হাইড করে নিজের এ্যাডে ক্লিক করবেন। শুনে নিন বুঝে নিন, গুগল আসলেই বোকা হলেও আপনি যতটা ভাবেছেন ততটা বোকা নয়। ভার্চুয়াল সবকিছুর ভেতর গুগলই কিন্তু সবচেয়ে চালাক।
বন্ধুদের দিয়ে ক্লিক করান-আয়ের আশায় ১০/২০ জন বন্ধু জুটিয়ে তাদের দিয়ে প্রতিনিয়ত ক্লিক করাবেন তো অবশ্যই আপনার একাউন্টটি ব্যান হবে।
ঢালাওভাবে স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করেন-অধিক ক্লিক পাওয়ার আশায় বিভিন্ন সোস্যাল নেটওয়ার্ক সাইট যেমন টুইটার, ফেসবুক বা গুগল প্লাসের মত সাইটে লিংক শেয়ার করবেন তো আপনার একাউন্ট সর্বাধিক ২ মাস টিকবে।
বিজ্ঞাপন দিয়ে পেজ সাজান-আপনার সাইট যদি বিজ্ঞাপন দিয়ে সাজিয়ে রাখেন তা ধরা খাবেন ১ থেকে ২ মাসের ভেতর।
ইমেজের পাশে এ্যাড বসান-যদি এ্যাডের ভেতর ইমেজ ঢুকে পড়ে তবে আপনি ওয়ার্ণিং পাবেন ফিক্স করলে আবার এ্যাড শো করা শুরু করবে। আর যদি বার বার এই ভুলটি হয় তাহলে ব্যান খেতে কিছুটা সময় নিলেও শেষ অবধি খাবেন ই।
সিপিসি বেড়ে গেলে-আপনার পেজ ভিউ এর তুলনায় যদি ক্লিকের পরিমাণ বেশি হয় তাহলেও বিপদ। এক্ষেত্রে আপনার সাইটটির সিপিসি ৬/৭ হয়ে গেলে সতর্কতা অবলম্বন করুন।
এডাল্ট পেজে বিজ্ঞাপন দিলে-লুতুপুতু সাইটে বিজ্ঞাপন দিলে আপনি ব্যান খাবেন আজ হোক কিংবা কাল হোক ব্যান অবধারিত।
----মোট কথা হচ্ছে---
স্বাভাবিকভাবে এডসেন্স ব্যবহার করুন তাহলে ব্যান খাওয়ার সম্ভাবনা নেই । নেই মানে একেবারেই নেই। জনম জনম একটি একাউন্ট নিয়েই আপনি কাজ করে যেতে পারবেন। গুগল কিন্তু ওটাই চায় আপনার সাথে যেন তার পার্টনারশীপ দীর্ঘ হয়।Visit Our Blogen Network
আপনার এডসেন্স একাউন্টটি অবশ্যই ব্যান হবে :: জেনে নিন কোন কারণে
Reviewed by Unknown
on
12:01:00 PM
Rating:
No comments: