Ittipsrangpur

জেনে নিন কিভাবে খুব সহজে আডসেন্স আকাউন্ট পেতে পারেন

বর্তমানে দিন দিন গুগোল আদসেন্স এর চাহিদা বেড়েই চলেছে।অনেকে অনেক কস্টের পর আকাউন্ট পান। কিন্তু সেটা রক্ষা করতে কই জন বা পারে।তবে এখন গুগোল তার পলিশি পরিবর্তন করার ফলে আদসেন্স আকাউন্ট পাওয়া খুব কঠিন হয়ে গেছে।তবে গুগোল এর পলিশি অনুযায়ী  সাইট বানালে গুগোল খুব তাড়াতাড়ি  আদসেন্স আকাউন্ট  দিয়ে সেই। এবার বলি কিভাবে আডসেন্স এর পলিশী অনুযায়ী সাইট বানাবেনঃ-

১ঃ- টপ লেবেল ডোমেইন হতে হবে যেমনঃ- .com, .net,or .org

২ঃ-সাইট এর বয়স ৩ মাস হলেই হবে।
৩ঃ-সাইটটি ওয়ার্ডপ্রেস এ হলে খুব ভাল হয় কারন সাইট ভাল ভাবে অপটিমাইজ করা যাই।
৪ঃ-সাইট এ google xmlsitemap এবং  All in on Seo pack এই ২ টা প্লাগ ইন সেটাপ দিতে হবে
৫ঃ-মোট ৩৫ থেকে ৪০ টা ইউনিক আর্টিকেল পোস্ট দিতে হবে তবে হা সাইট যদি  health রিলেটেড হয় তবে আকাউন্ট পাওয়ার সম্ভাবনা খুব বেশি।
৬ঃ- সাইট এ Privacy Policy,Terms of Servic,About us,contact us এই ৪টি পেইজ ঠিকমত রাখতে হবে
৭ঃ-প্রতিটি পোস্ট google+ facebook এবং twitter  এ সেয়ার করতে হবে
তারপর সাইট দিয়ে গুগোল আদসেন্স আকাউন্ট এর জন্য আবেদন করেন আসাকরি আকাউন্ট পাবেন।
Visit Our Blogen Network
জেনে নিন কিভাবে খুব সহজে আডসেন্স আকাউন্ট পেতে পারেন জেনে নিন কিভাবে খুব সহজে আডসেন্স আকাউন্ট পেতে পারেন Reviewed by Unknown on 11:58:00 AM Rating: 5

No comments: